Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Hazrat Bhui Khwaja (RA) Jame Mosque
Location

Joara, Chandnaish, Chittagong.

Transportation

About 03 km from Chandanaish, rickshaws or CNG can be afforded from Chandanaish.

Contact

0

Details

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নস্থ হযরত ভুঁই খো্য়াজা (রাঃ) জামে মসজিদটি একটি ঐতিহাসিক মসজিদ ও দরগা শরীফ। উক্ত মসজিদ ও দরগা শরীফটি মৃত আবুল খায়ের, পিতা মৃত খলিলুর রহমান এর নামে মসজিদের ম্যানেজার হিসাবে রেকর্ড মূলে আছে। উক্ত মসজিদ ও দরগা শরীফ বহু প্রাচীন এবং হযরত ভূঁই খোয়াজা (রা:) এর নিজস্ব জায়গা হয় । চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হতে ৫-৬ গজ ভিতরে হযরত ভুঁই খোয়াজা জামে মসজিদ। উক্ত মসজিদের ৫০০ গজের ভিতরে হযরত ভুঁই খোয়াজা (রা:) এর পবিত্র মাজার শরীফ। মাজার আর মসজিদের মাঝখানে একটি রাস্তা রয়েছে। কথিত আছে, উক্ত রাস্তায় কেউ অনৈসলামিক কাজ করলে উনি স্বপ্নযোগে তাদের জানিয়ে দেন যে, আমার মসজিদে যাওয়া আসার রাস্তায় তোমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছো; সুতরাং  উক্তরূপ কাজ থেকে তোমরা বিরত থাকবে। মসজিদে যিনি্ ইমাম সাহেব আছেন তিনি বহুবার গভীর রাতে উক্ত মসজিদে কয়েকজন মানুষকে নাজায আদায় করতে দেখেছেন এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে দেখেছেন। মসজিদের ভিতরে কেউ জুতা পায়ে প্রবেশ করে জুতা খুলে রাখলে জুতাগুলো মসজিদের বাইরে চলে যায় । এধরণের আরো অনেক ঐতিহাসিক ঘটনা এ মসজিদকে ঘিরে রয়েছে|