Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Shonkho River
Location

দোহাজারী, চন্দনাইশ, চট্টগ্রাম

Transportation

About 10 km from Chandanaish, bus or CNG can be afforded from Chandanaish.

Contact

0

Details

বাংলাদেশ এবং আরাকান রাজ্যের মাঝামাঝি পাবর্ত্য অঞ্চল আরাকানের মদক পাহাড় থেকে শঙ্খ নদীর উৎপত্তি । আরাকান রাজ্যে সর্বপূর্বে মদক পাহাড় অবস্থিত । শঙ্খ নদীর দৈর্ঘ্য ২৭০ কি: মি:। এটা বান্দরবানের রোয়াংছড়ি এবং বান্দরবান সদর হয়ে চন্দনাইশের ধোপাছড়ি হয়ে পশ্চিম দিকে গিয়ে আবার বাঁশখালী খানখানাবাদ ইউনিয়নে এবং আনোয়ারা উপজেলার রায়পুর হয়ে কর্ণফূলী নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মিলিত হয়েছে । ১৮৬০ সালে তৎকালীন ইংরেজসরকার এ নদীটিকে গেজেটভূক্ত করেন। তখন এ নদীটির নাম করা হয় সাংগু রিভার । তবে বান্দরবানের আদিবাসীরা এ নদীটিকে রিগ্রাইখিয়াং বলে। তবে সাংগু নদীর প্রকৃত নাম কীভাবে শঙ্খ হলো এটা এখনো অনাবিষ্কৃত । এ নদীকে নিয়ে চট্টগ্রামে অনেক গান ও অনেক গীতিকাব্য রচিত হয়েছে।