চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। এ উপজেলায় বৌদ্ধ সম্প্রদায়ের বেশ কিছু প্রাচীন বৌদ্ধবিহার রয়েছে। বৌদ্ধবিহারগুলো বেশ নান্দনিক ও অপার সৌন্দর্যমন্ডিত। কিছু কিছু বৌদ্ধবিহার অনেক প্রাচীন আমলের স্মৃতি বহন করে। এর মধ্যে উল্লেখযোগ্য বৌদ্ধবিহারগুলো হলো: ১।মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহার, ১নং ওয়ার্ড, চন্দনাইশ পৌরসভা। ২। সাতবাড়ীয়া শান্তি বিহার, সাতবাড়ীয়া ৩। উত্তর হাসিমপুর বিজয়ানন্দ বিহার, হাসিমপুর ৪। ফতেনগর সার্বজনীন বেণুবন বিহার, জোয়ারা ৫। পাঠানদন্ডি সূচীয়া সুখানন্দ বিহার, বরকল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস