Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

খেলাধুলাঃ

 

খেলাধুলায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিশেষ সুনাম রয়েছে। এ অঞ্চলে বিভিন্ন প্রকার খেলাধুলার প্রচলন আছে যেমন-বলি খেলা, ষাড়ের লড়াই, হাডুডু, দাড়িয়া বান্দা, গোল্লাছুট, কানা মাছি, মল্ল যুদ্ধ (কুস্তি), বরশি বাইচ ও ডাংগুলি খেলার প্রতিযোগিতা ইত্যাদি। তাছাড়া বর্ষা মৌসুমে এলাকার বিভিন্ন  মাঠে স্থানীয় ফুটবল প্রতিযোগিতা হয়ে থাকে। তাছাড়া জনপ্রিয় ক্রিকেট খেলা প্রতিযোগিতা জাঁক-জমকের সাথে অনুষ্ঠিত হয়। শীতকালে স্থানীয় ও জাতীয় দলের খেলোয়াড়ের সমন্বয়ে ব্যাটমিন্টন প্রতিযোগিতা হতে দেখা যায়। এছাড়া সরকারী উদ্যোগে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানের খেলাধুলা সহ প্রতিষ্ঠান ভিত্তিক বহু বাছাই পর্বের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উপজেলা সদরে অনুষ্ঠিত হয়ে থাকে।

 

        বিনোদনঃ

 

বিনোদেনের ক্ষেত্রে চন্দনাইশ উপজেলার বিশেষ ঐতিহ্য রয়েছে। প্রাচীনকাল হতে এখানে বিভিন্ন মৌসুমে মেলা, মঞ্চ নাটক,সার্কাস, পুতুলনাচ, ভ্রাম্যমান সিনেমা, নাগরদোলা মানুষের কাছে বিনোদনের বড় মাধ্যম হিসেবে আজো সচল রয়েছে। তাছাড়া কবিগান,জারিগান, কীর্ত্তন প্রভৃতি পালা গান এখনো মানুষের কাছে সমাদৃত। তাছাড়া নৌকা বাইচ, ঘোড়দৌঁড় ,মোরগ লড়াই, ঘুড়িওড়ানো ইত্যাদি প্রতিযোগিতা হয়ে থাকে। অনেক সময় শীতের প্রারম্ভে বিভিন্ন নাট্যগোষ্ঠী এলাকায় যাত্রা পালার আয়োজন করে থাকে। বহু শতাব্দী ধরে এই এলাকার বিভিন্ন জাতি ও ধর্মাবলম্বীদের সহাবস্থানের ফলে এখানকার প্রধান মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও অধিবাসীদের (ত্রিপুরা, মারমা ও খেয়াং) মধ্যে জাতিগত সহবস্থান ও সম্প্রীতি কালন্তর ধরে বিরাজমান। এখানে জাতি, বর্ণ, ধর্ম, গোত্র নির্বিশেষে সকলের মধ্যে প্রীতিময় বন্ধনের মধ্য দিয়ে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ক সমুন্ন রয়েছে।