চন্দনাইশ চট্টগ্রাম জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। চন্দনাইশ এর উপর দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মাহাসড়ক প্রবাহমান।উপজেলার পূর্বাংশে বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে বৃক্ষে আচ্ছাদিত পাহাড় ও বনজ প্রকৃতি। কোন এক সময় এ অঞ্চল তথা দক্ষিণ চট্টগ্রাম বঙ্গোপসাগরের গর্ভে ছিল। প্রায় ২ হাজার বছর আগে এ স্থানের উদ্ভব ঘটে। আরাকান মগ শাসনামলে এটি ছিল একটি সামুদ্রিক বন্দর। উপজেলার মুন্সেফ বাজারে বার্মা (বর্তমান মায়ানমার) এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে আগত বণিকেরা এ অঞ্চলে উৎপাদিত সুদৃশ্য ও সুগন্ধী চন্দনের আঁশযুক্ত কাঠের ব্যবসা করত। কথিত আছে চন্দন কাঠের নামানুসারে এ অঞ্চলের নামকরণ করা হয় চন্দনাইশ। একদা চন্দনাইশ ছিল পটিয়া উপজেলা অবিচ্ছেদ্য অংশ।পটিয়া থেকে বিচ্ছিন্ন করে ১৯৭৬ সালে চন্দনাইশ থানার জন্ম হয়। ১৯৮৩ সালে চন্দনাইশ উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে এ উপজেলা গঠিত। ধোপাছড়ি ইউনিয়নটি বান্দরবান ও রাঙ্গুনিয়া সংলগ্ন পাহাড়ী এলাকায়, দোহাজারী, হাসিমপুর ও কাঞ্চনাবাদ এই ৩ টি ইউনিয়ন আংশিক পাহাড়ী ও সমতল এলাকায় এবং চন্দনাইশ পৌরসভাসহ জোয়ারা, বরকল, বরমা, বৈলতলী ও সাতবাড়িয়া এ অঞ্চলগুলো সমতল এলাকায় অবস্থিত। চন্দনাশের উত্তরে পটিয়া ও রাঙ্গুনিয়া, দক্ষিণে সাতকানিয়া, পূর্ব দিকে বান্দরবান ও রাঙ্গুনিয়া এবং পশ্চিমে আনোয়ারা উপজেলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস