সরকারি নিয়মে জন্মের ৪৫ দিনের মধ্যে নবজাতকের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন না করায় চট্টগ্রামের চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই শিশুর অভিভাবককে জরিমানা করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম এই জরিমানা আদায় করেন।
জানা গেছে, উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ এলাকায় অভিযান চালিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ২১ (১) ধারা মোতাবেক জাফরাবাদ এলাকার মো. ফারুকের স্ত্রী রুমি আকতার (১৮)কে ১ হাজার টাকা ও উত্তর জাফরাবাদ এলাকার মো. খোকনের স্ত্রী রীনা আকতার (২২)কে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় পার্শ্ববর্তী আরও দুইটি পরিবারকে সতর্ক করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস