Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে চন্দনাইশ পৌরসভা

এক নজরে চন্দনাইশ পৌরসভা

চন্দনাইশ পৌরসভা ২০০২ সালে ২৫ আগস্ট গঠিত হয়। ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত হয় ০১ আগস্ট ২০০৫খ্রি: তারিখে এবং ০৩ অক্টোবর ২০১৬ তারিখে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়।

  • সীমানা: উত্তরে জোয়ারা ইউনিয়ন, দক্ষিণে সাতবাড়িয়া ইউনিয়ন, পূর্বে হাশিমপুর এবং পশ্চিমে বরকল ও বরমা ইউনিয়ন।
  • আয়তন: ১৭.০৮ বর্গ কি.মি.
  • লোকসংখ্যা: ৬৮৫৭০ জন
  • জনসংখ্যার ঘনত্বঃ ৪০১৪ জন (প্রতি বর্গ কি.মি.)
  • হাট/বাজারের সংখ্যাঃ ০৫ টি।
  • পৌরসভায় ‘বৈরগুণী মেলা’ অনুষ্ঠিত হয়।
  • ডাকঘর - ০৩ টি, টিএন্ডটি - ০১ টি, ব্যাংক - ১০ টি, কাজী অফিস - ০৩ টি,  এনজিও সংখ্যা- ১৭ টি
  • কুটিরশিল্প পল্লীঃ ০২ টি, ক) দক্ষিণ জোয়ারার ‘হাতপাখা’ তৈরির কুটিরশিল্প। খ) বাঁশের তৈরী ব্যবহাh©¨ জিনিসপত্র, দক্ষিণ গাছবাড়ীয়া।

উল্লেখযোগ্য স্থান ও স্থাপনাঃ

  • খান জামে মসজিদ (বাগিচার হাট), জোয়ারা আয়ুর্বেদিক মানসিক হাসপাতাল

খ্যাতিমান ব্যক্তিত্বঃ

  • সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহাবুবুল কবির চৌধুরী
  • সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য কর্ণেল অলি আহম্মদ বীর বিক্রম
  • অধ্যাপক ডাঃ নুরুল আমিন
  • অধ্যক্ষ আবু সাদেক মোহাম্মদ মুছা
  • মুফতি শফিউর রহমান
  • অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ ইছহাক
  • অধ্যক্ষ মৌলানা মোসলেহ্ উদ্দীন
  • সাহিত্যিক আহমদ ছাফা
  • প্রখ্যাত আইনজীবী এডভোকেট মুখেন্দু বিকাশ চৌধুরী
  • বুড্ডিশ কাউন্সিলের সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বাবু রাখাল চন্দ্র বড়ুয়া

মুক্তিযোদ্ধা সংক্রান্তঃ  

  • ভাতাভোগী মুক্তিযোদ্ধা- ৫৮ জন
  • জলবায়ু - মৌসুমী জলবায়ু  এবং আবহাওয়া – নাতিশীতোষ্ণ
  • পুলিশ থানা ০১ টি

ভৌত অবকাঠামো সংক্রান্তঃ

  • পাকা রাস্তা - ৫২ কি.মি., ১৭ কি.মি. এইচ.বি.বি, ২২ কি.মি. প্লাট সলিন ও ১৮ কি.মি. কাঁচা মোট ১০৯ কি.মি. রাস্তা রয়েছে।
  • ডাক বাংলো - সরকারী- ১ টি
  • ফায়ার সার্ভিস – ০১ টি
  • চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ১- ০১ টি
  • উপজেলা কমপ্লেক্স সকল ভবন।
  • উপজেলা ভূমি অফিস।
  • চন্দনাইশ পৌরসভা ভবন।
  • নির্বাচন কমিশন অফিস।
  • মাধ্যমিক শিক্ষা ও আইসিটি ট্রেনিং সেন্টার।
  • সড়ক ও জনপদ বিভাগের এসফল্ট প্লান্ট।
  • ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল

 

ধর্মীয় প্রতিষ্ঠান সংক্রান্তঃ

  • মসজিদের সংখ্যা- ৭২ টি
  • মন্দিরের সংখ্যা - ১৮ টি (সার্বজনীন- ১৩ টি, ব্যক্তি মালিকানাধীন- ০৫ টি)
  • বৌদ্ধ বিহার - ০৭ টি
  • গীর্জার সংখ্যা - ০১ টি

সাংস্কৃতিক সংগঠন/শিল্পীগোষ্ঠীঃ সাংস্কৃতিক সংগঠন/শিল্পীগোষ্ঠী - ০৩টি

     ১)  চন্দনাইশ সংগীত নিকেতন  ২) গাছবাড়িয়া সংগীতালয় ৩) নবান্ন সাংস্কৃতিক সংগঠন  

শিক্ষা সংক্রান্তঃ                      

  • ১টি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, ১টি এমপিওভুক্ত মহিলা কলেজ, ৬টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি ফাজিল মাদ্রাসা, ৩টি দাখিল মাদ্রাসা, ১৯টি প্রাথমিক বিদ্যালয় এবং ফোরকানিয়া, ইবতেদায়ী, কিন্ডারগার্ডেন ও কমিউনিটি স্কুল মোট - ৬২ টি
  • শিক্ষার হার - ৮২ %

স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা সংক্রান্তঃ

  • সরকারী হাসপাতাল সংখ্যা– ০১ টি 
  • ৮টি কমিউনিটি ক্লিনিক
  • ২টি পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্র
  • ৫টি এন.জি.ও পরিচালিত ক্লিনিক
  • ৫টি ডায়গনষ্টিক সেন্টার                                   

জনস্বাস্থ্য সংক্রান্তঃ     

  • গভীর নলকুপ- ১৯৫ টি
  • অগভীর নলকুপ- ১১৫টি